অসাধারণ কিছু মানসিক ঘটনা?
১) একটি নতুন কলম দিয়ে কিছু লিখতে বলা হলে ৯৭% মানুষ নিজের নাম লিখবে।
২) যদি কোন ব্যক্তি একটি নিম্নমানের কৌতুকে হাসেন তাহলে তিনি একাকিত্বে ভুগছেন।
৩) বৃদ্ধাঙ্গুলি অন্যান্য আঙ্গুলের দ্বারা লুকিয়ে রাখা স্নায়বিক দৌর্বল্য নির্দেশ
করে, এটি ইঙ্গিত করে যে ব্যক্তিটি অনেকের মধ্যে অলক্ষিত থাকতে চান।
৪) মনোবিজ্ঞান বলে কারো সাথে সাক্ষাতের প্রথম ৭ সেকেন্ডেই তার সম্পর্কে প্রাথমিক
ধারণা বা ফার্স্ট ইম্প্রেশন গঠিত হয়।
৫) এটা প্রমাণিত সত্য যে, যেকোন পরিস্থিতির প্রেক্ষিতে আমাদের প্রতিক্রিয়া উক্ত
পরিস্থিতির আমূল পরিবর্তন সাধনে সক্ষম।
৬) অনেক সময় কারো উদাসীনতা তার সর্বচ্চো যত্নশীলতা নির্দেশ করে যা সে প্রকাশ করতে
চাইছে না।
৭) নেতিবাচক চিন্তাগুলোকে কাগজে লিখে তা আবর্জনার ন্যায় ফেলে দিলে আপনার মেজাজ
ভাল হয়ে যাবে।
৮) ৯০% ক্ষেত্রে যাদের হাতের লেখা খারাপ তারা সাধারণের থেকে অধিক সৃজনশীল।
৯) এটি প্রমাণিত হয়েছে যে কমলা উদ্বেগ কমাতে সাহায্য করে। একারণে ডাক্তাররা কাজে
যাবার আগে একটি কমলা খেতে বলেন।
১০) কখনো নিজের লক্ষ্য কারো কাছে প্রকাশ করবেন না। এটি মস্তিষ্কে লক্ষ্য অর্জনের
সমতুল্য প্রভাব সৃষ্টি করে।
১১) গাছপালার দ্বারা বেষ্টিত থাকলে মস্তিষ্ক কিছু বিশেষ কেমিক্যাল নি:সরণ করে যা
মস্তিষ্কের চিন্তাশক্তি বাড়ায়। একারণে বাগানে হাটাহাটিও কিছু মানসিক চিকিৎসা
পদ্ধতির অংশ।
১২) শিশুর সাথে মাতা-পিতার কথোপকথন তার মনের ভাষায় পরিণত হয়।
১৩) ৭টি ইতিবাচক উক্তি একটি নেতিবাচক উক্তিকে নিষ্ক্রিয় করে।
১৪) অনেকে মিলে গল্প-গুজবের সময় কারো পা যদি আপনার দিকে ফিরে থাকে তবে বুঝতে হবে
তিনি আপনার প্রতি আগ্রহী।
১৫) কোন মেয়ে যদি আপনাকে পছন্দ করেন তাহলে আপনার সাথে কথা বলার সময় সে তার চুল
নিয়ে খেলা করবে।
১৬) আপনার স্বপ্নে আপনি কদাচিৎ মৃত্যুবরণ করবেন, যদি স্বপ্নে মৃত্যুবরণ করেন
তাহলে আপনি জীবনে নতুন কিছু শুরু করেছেন।
১৭) স্বপ্ন আপনার এবং আপনার অবচেতন মনের মধ্যে কথোপকথন।
১৮) তবে যাবার আগে- আপভোট বাটনে একটি ক্লিক আমাদের দুজনকেই খুশি করবে।