Sunday, May 11.

Header Ads

  • Last update

    কোথায় গেলো মন্ত্রতন্ত্র

    মন্ত্রতন্ত্র

    করোনার পুঁথি- নকুল কুমার বিশ্বাস 

    কোথায় গেলো মন্ত্রতন্ত্র


    আরে কোথায় গেল মন্ত্র তন্ত্র , কোথায় গেল  টিয়ের দল,
    কোথায় গেল তাবিজ কবজ পাথরের আশ্চার্য  ফল?

    যারা পাথরের বিজ্ঞাপন করতো তাদের কাছে প্রশ্ন আজ,
    মুখদেখে কোরোনার কথা কৈছিলোনি জ্যোতিষরাজ ?

    জোতিষ বাস্করের কাজে আজ প্রশ্নকরী কাতরে,
    করোনার মৃত্যু থামবে বলেদেন কোন পাথরে?

    কোথায়গেলো জোতিষ সম্রাট স্বর্ণপদক খ্যাতিমান,
    কেউতো দিতে আসলোনা ভাই একটা হাচির সমাধান?

    কোথায়গেলো বশীকরণ কালা জাদুর খেলাটা,
    কোথায়গেলো নজর বন্দির ফন্দি আটার চেলাটা?

    কোথায়গেলো চালা পড়া তালা পড়া সাধুরা,
    অলৈকিক ক্ষমতা লইয়া কোই লুকাইলো সাধুরা?

    কোথায়গেলো বাবারা সব তাদের চরণ ধরোনা,
    লাথি দিয়া দেক উড়াইয়া মরণব্যাধি করোনা ?

    সদ্ধ প্রাপ্ত বড়ি গুলা তুলা আছে কার্শিকাই,
    দেশের জন্য রাইখা কিছু বিক্রি করো আমেরিকায়।

    কোথায় গেল ইন্দ্রজালের অলৌকিক কেরামতি,
    কোথায় গেল জিনের বাদশার সমস্যার মেরামতি?

    করোনা সমস্যার সমাধান দিতে তোমরা সবাই হও রাজি,
    তানাহলে স্বীকার করো সব ছিলো ধান্দাবাজি। 

    দেশের সাধারণ মানুষের চিরদিন সরল বিশ্বাসে,
    বিশ্বাস নিয়ে করছো ব্যবসা করোনা তা করলো ফাঁস।

    যারা নির্বাচনে জনগণের সেবা করার সুযোগ চাই,
    তাদের নারায়ণগঞ্জে দেন পাঠাইয়া সেবার কিন্তু সুযোগ যায়।

    দেশের জন্য জীবন দিব যে বলে জনসভায়,
    সে কেন যেতে চাইনা করোনার লাশের জানাজায় ?

    করোনা হয়তো থাকবেনা একটু করো প্রতীক্ষা,
    তবে মনে রেখো করোনা দিলো আমাদের সেই শিক্ষা।

    সকাল সাজে বাজে কাজে না করে সময় খরচা,
    স্রষ্টাতে ভরসা রেখে করো বিজ্ঞানের চর্চা। 

    কোরোনার বীরযোদ্ধা স্বাস্থ্য কর্মী বোন আর ভাই,
    সেনা বাহিনী পুলিশ বাহিনী কে সেল্যুট জানাই।

    সালাম জানাই যুদ্ধে যারা মাঠে আছেন অনিবেশ,
    তোমরা আছো বলে বেঁচে যাবে আমার বাংলাদেশ।

    জনাব শাফি উদ্দিন নজিম উদ্দিন করোনার শ্রেষ্ঠ যোদ্ধা,
    কোরোনার পুঁথি শেষ করলাম তাদের জানিয়ে শ্রদ্ধা।



    Post Top Ad

    Post Bottom Ad