কি পেয়েছো এত দামী জিনিষ
#স্বামী আর স্ত্রী হাসাহাসি করছিল? ❤❤❤❤❤❤💛💛💛💛💛
.
.
.
.
#এক পর্যায়ে স্ত্রী বললো,,,
জানেন স্বামী, আজকে পাশের বাড়ীর ভাবি এসেছিলেন, গা ভর্তি গহনা আর দামী শাড়ী পরে।
#স্ত্রীর কথা শুনে স্বামীর হাসি মুখটা মলিন হয়ে গেল। পৃথিবীর সব কষ্টগুলো যেন স্বামীকে গ্রাস করে ফেললো। স্বামী ভারকান্ত হৃদয় নিয়ে জানতে চাইলো, তিনি কেন এসেছিলেন??
কেন আবার আসবে, ঐসব গহনা আর দামী শাড়ি দেখাতে এসেছিল। কারণ আমাদের তো আর এত টাকা নেই তাই!!
.
#তা তুমি কি বললে ঐসব দেখে??
আমি আবার কি বলবো আমি তো উনার মতন পাগল নই!!
স্বামী স্ত্রীর কথা শুনে অবাক হয়ে বললো পাগল মানে বুঝলাম না। একটু বুঝিয়ে বলো তো।
#শুনুন উনি যে গহনাগুলো পরেছেন তাতো হারাম টাকায় কেনা দুনিয়ার সামান্য গহনা শাড়ি। এই গহনা, শাড়ী একদিন সাপ হয়ে শরীরে জরিয়ে থাকবে, আর একটু পরপর ছোবল মাড়বে। তার বিষাক্ত ছোবল সহ্য করার ক্ষমতা কার আছে বলুন??
আমি দুনিয়ার হারাম টাকায় ভোগ বিলাসিতা করতে চায়না, আমি চাই জান্নাতে আপনাকে নিয়ে জান্নাতের গহনা শাড়ী পরে ভোগ বিলাসীতা করতে। আমি তো সেই দিনের অপেক্ষায় আছি, দুনিয়ার এই সামান্য জিনিষের প্রতি আমার বিন্দু মাত্র মোহ নেই। আর তা ছাড়া আমি তো দুনিয়ার শ্রেষ্ঠ জিনিষ তো পেয়েছি আর কি চাই বলুন।
#স্বামী আগ্রহ নিয়ে বললো, কি পেয়েছো এত দামী জিনিষ??
স্ত্রী মুচকি হাসি দিয়ে বললো কেন আপনিই তো সেই দামি জিনিষ!! আপনার চাইতে দামি কিছু আর আমার কাছে আছে নাকি!! পৃথিবীর সবকিছু ছাড়তে পারি শুধু আপনার জন্যে।
.
#স্ত্রীর কথা শুনে স্বামী অবাক তো হলোই সাথে খুশীও হলো অসম্ভব। দুচোখের পানি ছেড়ে দিয়ে বললো, জানিনা মালিক তোমায় কোন কাজের বিনিময়ে আমর জীবন সঙ্গী করে দিয়েছেন। সত্যিই আজ আমি খুব গর্বিত তোমার মত স্ত্রী পেয়ে।
#এমন একটা স্ত্রী ভাগ্যের বেপার!
#আল্লাহর ভরসা!
Plzzz #allah এমন একটা বউ এর ব্যাবস্থা করে দিয়েন।।
❤❤❤❤❤❤❤❤