বাংলাদেশের মেয়েরা যাবে কোথায়?
সাধারণত, একজন ব্যক্তির অনুমতি ব্যতিরেকে তার সঙ্গে যৌনসঙ্গম বা অন্য কোনো ধরনের যৌন অনুপ্রবেশ ঘটানোকে ধর্ষণ বলা হয়। ধর্ষণ শারীরিক বলপ্রয়োগ, অন্যভাবে চাপ প্রদান কিংবা কর্তৃত্বের অপব্যবহারের মাধ্যমে সংঘটিত হতে পারে।
বাংলাদেশেরা মেয়েরা যাবে কোথায়?
👉 উপসচিব ধর্ষণ করছে
👉স্কুলের শিক্ষক ধর্ষণ করছে
👉বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ধর্ষণ করছে
👉বাস কনডাক্টর ধর্ষণ করছে
👉গৃহ শিক্ষক ধর্ষণ করছে
👉ছাত্রনেতারা ধর্ষণ করছে
👉অপহরণকারীরা নানা স্কুলের কলেজের মেয়েদের ধরে নিয়ে ধর্ষণ করছে
👉 যে যেভাবে সুযোগ পাচ্ছে ধর্ষণ করছে
👉এক শিক্ষকের এক মোবাইল থেকেই একই স্কুলের ২০ ছাত্রীকে ধর্ষণের ভিডিও পাওয়া গেছে। সেই স্কুলের কত মেয়ে ধর্ষিত হয়েছে কে জান!
👉 মাদ্রাসার শিক্ষক ধর্ষণ করছে
😥 গত ৬ মাসে ধর্ষণ বেড়েছে আশংকাজনকভাবে। নারীর জন্য ১০ নাম্বার বিপদ সংকেত চলছে এই সময়।
🧐কেউ কি আছে কোথাও??
✌প্রতিবাদ করার জন্য✌
😥 গত ৬ মাসে ধর্ষণ বেড়েছে আশংকাজনকভাবে। নারীর জন্য ১০ নাম্বার বিপদ সংকেত চলছে এই সময়।
🧐কেউ কি আছে কোথাও??
✌প্রতিবাদ করার জন্য✌