Thursday, April 24.

Header Ads

  • Last update

    পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ


    সুখ একটি মানবিক অনুভূতি। সুখ মনের একটি অবস্থা বা অনুভূতি যা ভালোবাসা, তৃপ্তি, আনন্দ বা উচ্ছ্বাস দ্বারা নিয়ন্ত্রিত হয়।

    পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পদটির
    নাম হচ্ছে সুখ। যার ক্রেতা সবাই কিন্তু বিক্রেতা শুধু একজন মহান আল্লাহ পাক মনে রাখবে, সুখী হতে অনেক কিছুর দরকার নেই। দরকার এমন কিছু মানুষের যারা সত্যিই আপনাকে বোঝে চিরো সত্যি একটা কথা,
    তোমার দেওয়া কষ্টে একটু অভিমানের জন্য যদি কারো চোঁখে জল আসে, তবে মনে রেখো, তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না যে তোমার দ্বায়িত্ব, আপনার প্রিয় মানুষটি কোন কারণে আপনার উপর রাগ করতে পারে। কেননা, এটা তাঁর অধিকার। আর তাঁর রাগ ভাঙ্গানোটা আপনার দায়িত্ব যেটা না বললেই নয়, মুখে মুখে সবাই আপন, মনে মনে নয়. কে আপন কে পর কাজে পরিচয়. মধুর সুরে করা যায় প্রেমের অভিনয়, ভালবাসি বলা সহজ, ভালবাসা নয় এটাইর নামই সত্যি কারে ভালোবাসা,
    এমন একজন কে বিশ্বাস করবে যে তোমাকে দুঃখ দিয়ে নিজেকে আপরাধী মনে করে। এমন একজন কে ভালোবাসো যার ভিতর সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকবে, তোমার সাথে কথা না বললে না দেখে তোমাকে খুঁজে বেড়াবে আর অবশ্য ভালো করে মনে রাখবে, ভালো মানুষের রাগ থাকে বেশী। আর যারা মিচকা শয়তান তাঁরা রাগে না। পাছায় লাথি দিলেও, লাথি খেয়েও হাসবে?

    Post Top Ad

    Post Bottom Ad