Friday, April 11.

Header Ads

  • Last update

    সন্দ্বীপের সীমানা, আয়তন ও মৌজা সমূহঃ

     প্রাচীন সন্দ্বীপের সীমানা,  আয়তন ও মৌজা সমূহঃ

    ১৯১৩ সালের ম্যাপ অনুযায়ী সন্দ্বীপের সর্ব উত্তরের সীমানা ছিল নোয়াখালীর "খাসের হাট" আর দক্ষিনে ছিল "চর কচ্ছপিয়া"। ১৯১৩ থেকে ১৯১৬ সালের জরিপ অনুযায়ী সন্দ্বীপ উত্তর দক্ষিনে ৩৮ মাইল আর পূর্ব পশ্চিমে ২৮ মাইল। সেই মোতাবেক সন্দ্বীপের আয়তন ছিল প্রায় ১০৬৪ বর্গমাইল।

    সন্দ্বীপের ৬০ মৌজা (উত্তর দিক থেকে)---

    (০১)  চরবদু 

    (০২)  চর পীরবক্স

    (০৩)  চর লক্ষ্মী 

    (০৪ ) পাইয়াডগি

    (০৫ ) সমশেরাবাদ

    (০৬ ) কাটগড় (বিলুপ্ত)

    (০৭ ) হুদ্রাখালী ((বিলুপ্ত)

    (০৮)  চর হুদ্রাখালী

    (০৯) থাক হুদ্রাখালী

    (১০) দীর্ঘা পাড়

    (১১) চর দীর্ঘাপাড় 

    (১২ ) থাক দীর্ঘাপাড়

    (১৩)  সন্তোষপুর

    (১৪ ) চর সন্তোষপুর

    (১৫) থাক সন্তোষপুর

    (১৬)  আমান উল্যাহ

    (১৭ ) চেউরিয়া

    (১৮)  গাছুয়া

    (১৯) থাক গাছুয়া

    (২০) চর গাছুয়া

    (২১) চর রহিম

    (২২) শফিনগর

    (২৩) কালাপানিয়া

    (২৪) বাটাজোরা (বিলুপ্ত)

    (২৫) বাঁউয়া

    (২৬) কাজীর খিল

    (২৭) মুক্তারপুর

    (২৮) মোহাম্মদপুর

    (২৯) ইজ্জতপুর

    (৩০) রুহিনী

    (৩১) হরিশপুর

    (৩২) দুবলাপাড়

    (৩৩) বাউরিয়া

    (৩৪) চর বাউরিয়া

    (৩৫) কুচিয়া মোড়া

    (৩৬) চর কুচিয়া মোড়া

    (৩৭) থাক কুচিয়া মোড়া 

    (৩৮) হারামিয়া

    (৩৯) কাছিয়াপাড়

    (৪০) থাক কাছিয়াপাড়

    (৪১) চর কাছিয়াপাড়

    (৪২) মুছাপুর

    (৪৩) রহমতপুর

    (৪৪) আজিমপুর

    (৪৫) শুধারামপুর

    (৪৬) আমিরাবাদ

    (৪৭) সবিতমহুরী

    (৪৯) মিঠাপুকুড়িয়া

    (৫০) নেয়ামস্তি

    (৫১) সুলতানপুর

    (৫২) কমলপুর

    (৫৩) মাইবুদ্দিনা

    (৫৪) মানদীন

    (৫৫ )মাইটভাংগা

    (৫৬) সারিকাইত

    (৫৭) সাতঘরিয়া

    (৫৮) চৌকাতলি

    (৫৯) মগধরা

    (৬০) থাক বাউরিয়া।

    বিঃদ্রঃ- " চরবদু" মৌজা নোয়াখালীর কোম্পানীগঞ্জের দখলে।

    সংগ্রহীত

    Post Top Ad

    Post Bottom Ad