Wednesday, April 9.

Header Ads

  • Last update

    জীবন মানে কী? জীবন

    জীবন মানে কায়দা করে বেঁচে থাকা

    আমি বা আমরা কখনো জীবনের মানেটাই জানতে চাইনি, আর এত ব্যস্ত থাকি যে জীবন কী, তা বোঝার চেষ্টাই করিনি।জীবন হলো একটি যাত্রা যার শুরু হয় একটি ছোট্ট পদক্ষেপ এর মধ্য দিয়ে। তারপর উথান পতন, হাসি কান্না, সফলতা ব্যর্থতা। আর শেষ হয় এক চিরন্তন যাত্রার শুরুর মধ্যে দিয়ে।

    জীবন মানে কি যুদ্ধ!

    যেদিন থেকে আমি, আপনি পৃথিবীর আলো আঁধার অনুভব করতে শিখেছেন, ঠিক সেই দিন থেকেই পৃথিবীতে বেঁচে থাকার জন্য লড়াই শুরু করে দিয়েছেন।

    জীবনকে মৃত্যুর আগ পর্যন্ত লড়াই করেই বেঁচে থাকতে হয়।

    যারা এক আল্লাহ্‌ তে বিশ্বাস করে তাদের কাছে জীবন হচ্ছে এই ইহকালের চলার একটা মৌলিক সত্ত্বা- যার কোন আকৃতি আছে। যা অনুভব করা জায়। এটা বিশ্বাস । জীবন শেষ হয়ে গেলেই- একটা মানুষ কিংবা অন্য কোন জন্তু- বা যার সত্ত্বা আছে তারা নির্জীব হয়ে পরে। এটা আল্লাহ্‌ র তৈরি একটা বেবস্থা মাত্র। যা আল্লাহ্‌ দিয়েছেন- আবার নিয়েও যাবেন।

    যারা হিন্দু বা অন্য ধর্মে বিশ্বাস করে - তাদের কাছে অর্থ একি হলেও ব্যাখ্যা আবার ভিন্ন।

    • লেখকের কাছে লেখাই তো জীবনের মানে
    • আর্টিস্ট এর কাছে রং আর তুলিই তো জীবন
    • ধর্মীয় চর্চাই হয়তো জীবন কারো কাছে
    • টিন এইজ কারো কাছে খ্যাতির বিড়ম্বনাই সব
    • নতুন কিছু শিখতে থাকা হয়তো কারো কাছে জীবন
    • ডিপ্রেশনে ভোগা কারো কাছে জীবনের মানে হয়তো অর্থহীন
    • কারো কাছে জীবন এর সংজ্ঞা ‘W’ এর মতো।কখনো উপরে উঠবে কখনো নিচে নামবে
    • কার জুতো পায়ে দিয়ে এ ধরিত্রী তে জীবনের মানে খুঁজছেন তাই মুখ্য।

    জীবন মানে যেন বিশাল জলরাশিতে ভাসমান এক তরী। হেলে-দুলে চলতে থাকে। চলতে চলতে দেখা হয় বিশাল কোন ঢেউয়ের সাথে, তার সাথে যেন তার একারই যুদ্ধ!

    আবার জীবন মানে যেন একটা আঁকাবাঁকা নদী, বয়ে চলে তার নিজ ছন্দে। পাহাড় পেড়িয়ে, জনপদ পেড়িয়ে যেন তার অবিরাম ছুটে চলা। চলার পথে ডিঙিয়ে যায় সবকিছু!

    আবার জীবন মানে যেন একটা জীবন্ত বৃক্ষ। যে ত্যাগ করতে শিখায়। দোঁরের কাছে দাড়িয়ে সে নিশ্চুপ ছায়া দিয়ে যায়, বিলিয়ে যায় একটু শান্তি!

    জীবন মানে আসলে কি!

    জীবন মানে কায়দা করে বেঁচে থাকা, কখনো ত্যাগ, কখনো একটু ভালোবাসা, কখনো একটা ঝড়ো হাওয়া, আবার বহু কষ্টে সেটাকে কাটিয়ে ওঠা, তারপরে একটা সাফল্যের দেখা, সবশেষে সেই স্রষ্টার কাছে ফিরে আসা। তারজন্যেই তো সবকিছু!

    Post Top Ad

    Post Bottom Ad