মুসলিম বণিকদের কাছে ছিল প্রচুর সম্পদ। এই সম্পদই তাদের জন্য কাল হয়ে দাড়ালো। তিয়ান শেনং এর বাহিনী সম্পদের লোভে বণিকপাড়ায় নির্বিচারে গণহত্যা চালালো। এক দিনে শহীদ হলেন হাজারে হাজারে মুসলিম ব্যাবসায়ী।