ভালোবাসা থাকে আস্থা ও বিশ্বাসে
"ভালোবাসা লিটনের ফ্লাটে থাকে না,ভালোবাসা থাকে আস্থা ও বিশ্বাসে"...........!
অনেকে বহুল কাংখিত ভালোবাসা দিবস পার করেছেন। পাশ্চাত্য নোংরা এ বেহায়াপনার সংস্কৃতিটাকে টক শো "লাল গোলাপ" খ্যাত শফিক রেহমান নামক এক বুড়ো নরাদম এ দেশে আমদানি করে তরুন সমাজকে অশ্লীলতার জোয়ারে ভাসিয়েছেন।
শফিক রেহমান হয়তো জানতেন না তার এই আমদানি কৃত বিজাতীয় অপসংস্কৃতির জন্য কেয়ামত পর্যন্ত যত পাপাচার সংঘটিত হবে তার দায়ভার তার নিজস্ব পাপ পূর্নের হিসেবে লিপিবদ্ধ হবে।
আসলে মানুষের প্রতি মানুষের ভালোবাসার জন্য নিদিষ্ট দিন ক্ষন বা পার্ক রেষ্টুরেন্টে,লিটনের ফ্লাটের প্রয়োজন নেই।
ভালোবাসার মানবিক বহিঃপ্রকাশ যে কোন সময় যে কোন জায়গায় হতে পারে। টেম্পুর ভিতরে বসে ঝুকিঁপুর্নভাবে বাহিরের দন্ডয়মান স্বামীর হাত কে শক্ত করে চেপে ধরার মাঝে যে গভীর নিবিড় ভালোবাসার বহিঃ প্রকাশ পাওয়া যায় তা হাজারো গোলাপ কিংবা দামী উপহারে কি মিলে?
ভালোবাসার সার্বজনীন সহমর্মিতার মনুষত্যবোধ ছড়িয়ে পড়ুক সমাজের সর্বস্তরে এটাই প্রত্যাশা।