Header Ads

  • Last update

    জানেন মামা ভালোবাসায় অনেক কষ্ট


    ভালোবাসা একটি মানবিক অনুভূতি এবং আবেগকেন্দ্রিক একটি অভিজ্ঞতা। বিশেষ কোন মানুষের জন্য স্নেহের শক্তিশালী বহিঃপ্রকাশ হচ্ছে ভালোবাসা। তবুও ভালোবাসাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়। আবেগধর্মী ভালোবাসা সাধারণত গভীর হয়।

    রিক্সায় উঠতেই দেখলাম ....
    কোন এক ভালোবাসার গোলাপটি পরে রয়েছে অযত্নে ...🌹

    রিক্সাওলাকে জিজ্ঞেস করলাম মামা তোমার রিক্সায় গোলাপ কেন.....🤔

    রিক্সাওয়ালা : একটু আগে একটা ছেলে আর একটা মেয়ে উঠেছিলো ..😍
    মেয়েটির মনে হয় বিয়ে ঠিক হয়ে গেছে ...😔
    শেষ দেখা করতে এসেছিলো ...
    শেষ বারের মতন তারা আমায় রিক্সায় ঘুরেছে অনেক্ষন ...💏
    আমি বুঝতে পেরেছিলাম মেয়েটি অনেক কেঁদেছিলো ...
    জানেন মামা তাদের ভালোবাসা নাকি কোন এক বাস্তবতার কাছে হেরে গেছে ...💔

    ছেলেটি নামার আগে মেয়েটিকে এই ফুলটা দিয়ে গেছিলো ....🤧

    অনেক কান্না করতেছিলো ছেলেটি ...
    খুব কষ্ট লাগছিলো দেখে ...😭

    মেয়েটি নামার সময় ফুলটা রিক্সায় ফেলে গিয়েছিলো ...
    ডাক দিয়েছিলাম আফা আপনার ফুলটা পড়ে গিয়েছে ....
    আফায় শুনেনি ...
    কাঁদতে কাঁদতে গেইটের ভিতর চলে গিয়েছে ....

    জানেন মামা ভালোবাসায় অনেক কষ্ট ....💔
    .
    #বাস্তবতার_কাছে_হেরে_গেলো...😭
    বাস্তবতা বড়ই কঠিন জিনিস...💔
    #সংগৃহিত ও সংযোজিত


    Post Top Ad

    Post Bottom Ad