Monday, April 21.

Header Ads

  • Last update

    আমার ঈমান কি



    মোবাইল কিনতে বসুন্ধরা যাচ্ছিলাম। গুলিস্তানে বাস না পেয়ে এক প্রকার বাধ্য হয়ে রিক্সায় উঠি। রিক্সাওয়ালা ভাই দাঁড়ি ওয়ালা যুবক, মাশাআল্লাহ। দেখে বয়স বোঝার উপায় নেই। আগ্রহ নিয়ে কথা বলা শুরু করলাম।
    এখন রিক্সা জমা কত করে ভাই?
    ১২০ টেঁকা।
    এক সময় ৫০/৬০ টাকা ছিলো, তাই না?
    আমি ২০ টাকা জমার সময় থেইকা চালাই ভাই।
    বলেন কি! কত বছর ধরে চালান?
    এইতো প্রায় ১৫ বছর।
    মানে? বয়স কত আপনার? আর ঢাকায় কতদিন?
    বয়স ৩৯ চলে। ঢাকায় আইছি ১০ বছর হইলো।
    আপনাকে দেখে এত বয়স মনেই হয় না!
    হেহে! তাই নাকি? আমার দুইটা বাচ্চা আছে। ৮ বছরের ছেলে আর ৫ বছরের মেয়ে।
    মাশাআল্লাহ! ফেমেলি কই? আর ছেলে মেয়ে কি করে?
    সবাই ঢাকা। ছেলে হাফেজি মাদ্রাসায় পড়ে আর মেয়ে মহিলা মাদ্রাসায় আমপারা শেষ করে কোরআন শরীফ নিলো।
    আল হামদু লিল্লাহ! আল্লাহ তো আপনাকে রহমতের ডালা খুলে দিয়েছেন ভাই।
    রহমতের কথা যেহেতু কইলেন তাইলে আরেকটু কই ভাই। আমার বউ ছিলো হিন্দু। ওরে বিয়া করছি বইলা আব্বায় আমারে বাইন্দা পিডাইছে। এর পর ওরে নিয়া ঘর ছাড়ছি। খুলনা শহরে অনেকদিন রিক্সা চালাইয়া দাখিল পর্যন্ত পড়ছি। এর পর ঢাকায় আইছি।
    এইভাবে কষ্ট হয় না?
    না ভাই। আল্লাহ অনেক বরকত দিছে। আমার বউ মাশাআল্লাহ আইএ পাশ। বাসায় ছোট ছোট বাচ্চা পড়ায়, মাসে ১০/১৫ হাজার টাকা কামায়। এই রিক্সাটা আমার নিজের। আল্লাহর রহমতে ভাল কামাই। এখন মাত্র ১১ টা বাজে। আপনাগো নামাইয়া দিলে আমার আজকের ইনকাম হইবো ৭০০ এর উপরে। বাকি দিন তো আছেই।
    বউ মুসলমান হইছে?
    কি বলেন ভাই! আমার বউ শুদ্ধ ভাবে কোরআন শরীফ পড়তে পারে। সন্ধার পর বইসা ওর পড়া শুনি, ওর থেকে শিখি। মাঝে মাঝে ভাবি আল্লাহ শাহরুখ খানরে হিন্দু বউ দিছে, আমারেও দিছে। ওর মত এত টাকা হয়তো আমার নাই, কিন্তু আমার যা আছে তা শাহরুখ খানের নাই।
    মাশাআল্লাহ। ভবিষ্যৎ এর চিন্তা কি?
    বেশিদিন ঢাকা থাকুম না। বাবা মায়ের কাছে ফিরা যামু। ছেলের হাফেজি শেষ হইলে আর ব্যাংকে কিছু টাকা সন্চয় হইলেই চইলা যামু।
    কত আছে এখন?
    আছে আল হামদু লিল্লাহ ভালই। আমি টেঁকার পিছে দৌড়াই না ভাই। নাইলে রিক্সাওয়ালাগো ইনকামের বহুত উপায় আছে। আমারে হক হালাল পথে আল্লাহ যা দেয় তাতেই আমি খুশী। মইরা গেলে এই টেঁকা কে খাইবো!
    আপনি কি এই অবস্থায় খুশী?
    হ ভাই। খালি রিক্সাওয়ালাগো সম্মান একটু কম। তাতে কি। কষ্ট কইরা হালাল টেঁকা কামাই। হালাল রিজিকে কোন অসম্মান নাই। আমাগো নবীজি নিজেও তো মানুষের কাজ কইরা খাইছে।
    কিছু মনে না করলে আপনার একটা ছবি তুলি ভাই?
    তুলেন। আমার জন্য দোয়া কইরেন।
    ছবি তুলে হাত মিলিয়ে চলে আসলাম। মনে মনে ভাবছি আমার ঈমান কি এই রিক্সাওয়ালা ভাইয়ের ধারে কাছেও আছে? আমি কি আল্লাহ এবং আল্লাহর সিদ্ধান্তের উপর এই ভাইয়ের মতই সন্তুষ্ট? আমার রব কি আমার উপর ততটাই সন্তুষ্ট, যতটা এই ভাইয়ের উপর?
    -সংগৃহীত 

    Post Top Ad

    Post Bottom Ad